ভোর থেকেই মেঘলা আকাশ। আকাশ কালো করে শনিবার ভোর সোয়া ৫টার দিকে রাজধানীতে নেমে আসে হঠাৎ বৃষ্টি। এসময় বৃষ্টির সঙ্গে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ বৃষ্টিতে শীতল হয়েছে প্রকৃতি। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ার পরিবর্তন এসেছে।
শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়।
শুধু ঢাকায় নয়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, খুলনা, যশোর, সিলেটসহ গুড়ি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করায় এমন বৃষ্টিপাত। বৃষ্টিপাত আগামীকাল পর্যন্ত একই এলাকায় পড়বে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বাংলা কাগজকে এমনটাই জানান।
শনিবার ৯টা পর্যন্ত ঢাকায় বাতাসের গতি ছিল ১২ কিলোমিটার। এছাড়া তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩০ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন ১৭.২ ডিগ্রী সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার থেকে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও রাতে কমবে।
রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের দুয়েক জায়গায় বিচ্ছিন্নভাবে শিলা বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।